বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ির পাহাড় থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল থেকে পাইক্ষ্যং পাড়া এলাকায় পার্বত্য এলাকার দুইটি সশস্ত্র গ্রপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতেই নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রোয়াংছড়ি থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে অজ্ঞাত তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহগুলো ঘটনাস্থল থেকে রোয়াংছড়ি সদর থানায় নিয়ে আসা হচ্ছে। তাদের পরিচয় ও বিস্তারিত জানতে পুলিশ কাজ শুরু করেছে। শীঘ্রই বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ০৮,২০২৩
এফআর