বরগুনা: বরগুনায় পর্নোগ্রাফির মামলায় মো. রিমন ফকির (২১) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (৮ মে) বেতাগী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রোববার (৭ মে) রাতে হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ হোসনাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ সদস্য।
রিমন ফকির উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ হোসনাবাদ গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
এর আগে রোববার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারীর বাবা বাদী হয়ে বেতাগী থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর ওই নারীর সঙ্গে রিমনের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় সে কিছু আপত্তিকর ছবি ধারণ করে সংরক্ষণ করে রাখে। পরবর্তীতে ভূক্তভোগীর অনত্র বিয়ে হয়ে গেলে ক্ষিপ্ত হয়ে রিমন সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, রোববার রাতে ভূক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত রিমনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এসএম