ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় বজ্রপাতে তিন কৃষি শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
মাগুরায় বজ্রপাতে তিন কৃষি শ্রমিক নিহত

মাগুরা: মাগুরার শ্রীপুরে পাটের ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১০ মে) বেলা সোয়া ৩টার দিকে উপজেলার ৫নং দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে শাহাদত আলী বিশ্বাস (৬০), জুলমত আলীর পুত্র মিজান শেখ (৫০) ও আছমত বিশ্বাসের পুত্র মোহাম্মদ আলী (৫৫)।  

নিহত মোহাম্মদ আলী চর চৌগাছি গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। রাজবাড়ি বালিয়াকান্দির চরবিলা গ্রামে তার বাড়ি বলে জানা গেছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, নিহত তিন কৃষি শ্রমিক বেলা ৩টার দিকে চৌগাছি গ্রামের নজরুল বিশ্বাসের জমিতে শ্রমিক হিসেবে একসঙ্গে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় অপর প্রান্তে থাকা জমির মালিক নজরুল বিশ্বাসও আহত হন। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থলে ছুটে যান।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।