কক্সবাজার: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মোখা।
আবহাওয়া অধিদপ্তর তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১০ মে) সকালে বিশেষ বার্তায় জানায়, দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতির কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেসঙ্গে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে।
এদিকে ঘূণিঝড় ‘মোখা’ মোকাবিলায় কক্সবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) বিকেলে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।
সভায় ঘূণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়। এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে স্ব স্ব দপ্তরে উপস্থিত থাকার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রস্তুত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় অন্যন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসবি/এএটি