ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় ড্রেনে মিলল পাইপ গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
উত্তরায় ড্রেনে মিলল পাইপ গান

ঢাকা: রাজধানীর উত্তরায় ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপ গান উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১১টায় উত্তরা ৪ নম্বরের সেক্টরের ২১ নম্বর রোডের একটি ড্রেন থেকে এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

উত্তরা পূর্ব থানার বরাত দিয়ে তিনি জানান, উত্তরা কল্যাণ সমিতির লোকজন ওই রোডের একটি ড্রেন শ্রমিক দিয়ে পরিষ্কার করছিল। এ সময় শ্রমিকরা ড্রেনের কাদার ভেতর অস্ত্র সদৃশ বস্তু দেখতে পেয়ে উত্তরা পূর্ব থানার মোবাইল টিমকে খবর দেয়। পরে উত্তরা পূর্ব থানার মোবাইল টিম গিয়ে ড্রেন থেকে দেশীয় পাইপ গানটি উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসসি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।