নারায়ণগঞ্জ: জেলার বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসকে ধাক্কা দিয়েছে একটি রেকার। তবে এতে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর ২টায় মদনপুর বাসস্ট্যান্ড চৌরাস্তায় এই ঘটনা ঘটে।
জানা যায়, তিশা প্লাস নামে একটি যাত্রীবাহী বাস কুমিল্লা হতে ঢাকার দিকে রওনা হয়। মদনপুর চৌরাস্তায় আসার পর সাত টনের একটি রেকার বাসটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। এছাড়া বাসের জানালার গ্লাস ভাঙাসহ বাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই মোহাম্মদ ইব্রাহিম জানান, এ ঘটনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বাসের গ্লাসের জরিমানা দিয়ে উভয়পক্ষ চলে যায়। এছাড়া মহাসড়কে যে কোনো অপ্রতিকার ঘটনা এড়াতে সর্বদা তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ১১, ২০২৩
এমআরপি/এসআইএ