ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা: পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কোস্ট গার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ১১, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কোস্ট গার্ড

ঢাকা: ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১১ মে) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে কোস্ট গার্ড। এজন্য কোস্ট গার্ডের সব ঘাটি, জাহাজ, বোট, স্টেশন, আউট পোস্ট ও ডিজাস্টার রেসপন্স অ্যান্ড রেস্কিউ টিম প্রস্তুত রাখা হয়েছে।

যেকোনো প্রয়োজনে জরুরি নম্বরে (০১৭৬৯-৪৪০৯৯৯) যোগাযোগ করতে বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ১১, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।