ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন কেসিসি মেয়র খালেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ১১, ২০২৩
নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন কেসিসি মেয়র খালেক

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেক। আসন্ন কেসিসি নির্বাচনে আবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বর্তমান মেয়রের পদ ছাড়লেন তিনি।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৫টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। তবে নির্বাচনের আগ পর্যন্ত কেসিসির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালে সিটি নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব শুরু করেন নগর আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান এ নেতা। সেই হিসেবে মেয়র হিসেবে তার দুটি মেয়াদ শেষ হল। এরমধ্যে ২০০৮ সালে তিনি প্রথমবার মেয়র ছিলেন। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর সিটি মেয়র তালুকদার খালেক দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচনী আইন অনুযায়ী আসন্ন ১২ জুন নির্বাচনে প্রার্থী হতে তিনি এ পদ ছাড়লেন। তিনি ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছেন। ১৬ মে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন তালুকদার আব্দুল খালেক।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মে ১১, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।