ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন- অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. মাকসুদুর রহমান পাটওয়ারী, প্রাক্তন সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, প্রাক্তন সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ও প্রাক্তন অ্যাডিশনাল আইজি মোহা. শফিকুল ইসলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১১ মে) এ সংক্রান্ত পৃথক চারটি আদেশ জারি করা হয়। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে আদেশে বলা হয়েছে।
পিএসসির সদস্য হিসেবে শপথ নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত তারা পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন।
পিএসসির সদস্যের পদ ১৫টি ছিল। সম্প্রতি আইন সংশোধন করে এ সংখ্যা আরও পাঁচজন বাড়ানো হয়েছে। নতুন চারজন নিয়োগ দেওয়ার পর আরও চারটি পদ শূন্য রয়েছে।
অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ১১, ২০২৩
এমআইএইচ/আরবি