ঢাকা: নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষসহ বেশ কয়েকটি কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং করার দাবি জানিয়েছেন প্রকৌশলীরা।
শুক্রবার (১২ মে) ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬০ তম কনভেনশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে শহীদ প্রকৌশলী ভবনের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী নুরুল হুদা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শিবলু।
তাদের দাবিগুলো হলো, ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে প্রধান প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত মর্যাদা অনুযায়ী অন্তর্ভুক্ত করা। প্রকৌশল সংস্থার শীর্ষপদগুলোতে অপ্রকৌশলী ব্যক্তিদের স্থলে প্রকৌশলীদের পদায়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টি করা। প্রকৌশল কাজে চর্চাবিহীন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগ না দিয়ে কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগ করা। এলজিইডি, পানি সম্পদ প্রকৌশল, আইসিটি-টেক্সটাইল ক্যাডার অনুমোদন করা ও টেলিকমিউনিকেশন ক্যাডারে বন্ধ থাকা নিযোগ চালু করা ।
বাংলাদেশ সিভিল সার্ভিসের সিনিয়র সার্ভিস পুল অর্থাৎ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বিভিন্ন ক্যাডারের মধ্যে থেকে উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া। অতিরিক্ত প্রধান প্রকৌশলী বা সমমর্যাদার পদসমূহকে দ্বিতীয় গ্রেড এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী বা সমমর্যাদার পদ তৃতীয় গ্রেড দেওয়ার দাবিও জানান প্রকৌশলীরা ।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
টিএ/এসআইএস