ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
ঝিনাইদহে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে পুড়ে ফুলি বেগম (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১২ মে) সকালে উপজেলার আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ফুলি ওই গ্রামের খেলাফত শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, আনুমানিক রাত ৪টার দিকে আগুন লাগে খেলাফত শেখের একটি গোয়াল ঘরে। ঘটনার পর গ্রামবাসী এসে আগুন নেভায়। গোয়াল ঘরে পাশে ছিল ফুলির একটি ঝুপড়ি ঘর। এ সময় তিনি দগ্ধ হন। পরে সকালে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আনন্দনগর গ্রামে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। গোয়াল ঘরে রাখা কয়েলের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোয়াল ঘরের পাশেই ছিল ফুলির থাকার জায়গা। ওই আগুনে তিনি দগ্ধ হন। পরে তাকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করার পর সকালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।