ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ড্রেজারের ৭০টি পাইপ কেটে ফেলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মে ১২, ২০২৩
সোনারগাঁয়ে ড্রেজারের ৭০টি পাইপ কেটে ফেলার অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের বাগবাড়ি এলাকায় ড্রেজারের ৭০টি পাইপ কেটে নষ্ট করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ মে) রাতে এ ঘটনার পর শুক্রবার (১২ মে) বিকেলে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে বাল্কহেড থেকে ড্রেজারের মাধ্যমে বালু নিয়ে বিভিন্ন স্থানে ভরাট ব্যবসা পরিচালান করে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও তার লোকজন। গোয়ালদী এলাকায় বালু ভরাটের জন্য ৭০টি ৮ ইঞ্চি পাইপের মাধ্যমে লাইন টানার কাজ শেষ করে।  

বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ তরিকুল ইসলামের নেতৃত্বে রনি, আল আমিন, সজিব, রাব্বিসহ ১০-১২ জনের একটি গ্রুপ হেক্স ব্লেড দিয়ে ৭০টি পাই কেটে নষ্ট করে ফেলে। এতে তাদের প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযো দায়ের করা হয়।

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের দাবি, তরিকুলের নেতৃত্বে আমাদের পাইপগুরো কেটে নষ্ট করা হয়। বালু ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে এর আগেও তাদের বিরুদ্ধে আমরা একটি মামলা দায়ের করেছি। মামলা করার পর থেকে আমাদের ব্যবসায়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রতিটি পাইপের তিনটি স্থানে কেটে রাখা হয়েছে।

অভিযুক্ত তরিকুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ পাইপ নষ্টের সঙ্গে আমরা কখনোই জড়িত না। এ কাজে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমিও একজন ব্যবসায়ী। ব্যবসায়ী হয়ে রিজিক নষ্ট করা আমাদের দ্বারা সম্ভব না। তৃতীয় কোনো পক্ষ নষ্ট করে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমআরপি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।