ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুরবাড়ির অপমান সইতে না পেরে বিষপান, যুবকের মৃত্যু

 ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
শ্বশুরবাড়ির অপমান সইতে না পেরে বিষপান, যুবকের মৃত্যু

মেহেরপুর: শশুর বাড়িতে বউ আনতে গিয়ে অপমানিত হয়ে বিষপানকারী সেই যুবক রাইহান আলী মারা গেছেন।

শুক্রবার (১২ মে) রাত তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজজাক এই তথ্য নিশ্চিত করেছেন।

রাইহান আলী গাংনী উপজেলার তেরাইল গ্রামের বাগানপাড়া এলাকার মহিবুল ইসলামের ছেলে।

ওসি আব্দুর রাজজাক জানান, শুক্রবার দুপুরে তেরাইল গ্রামের কোদালকাটি মাঠ নামক স্থান থেকে বিষপান করা মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। সেখানে মারা যান তিনি।

শশুর বাড়ির লোকজনের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেন রাইহান আলী (১৮)।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, স্ত্রীর সঙ্গে বেশ কয়েকদিন ধরে ঝগড়া চলছিল রাইহানের। কয়েকদিন আগে তার স্ত্রী রুমিয়া খাতুন বাবার বাড়িতে চলে যান। গত বৃহস্পতিবার বউ আনতে শ্বশুর বাড়ি বাদিয়াপাড়া গ্রামে যান রাইহান। সেখানে গেলে তার বউ ভাত খাবে না বলে জানিয়ে দেন। এছাড়া শ্বশুর বাড়ির লোকজন অপমান করে তাড়িয়ে দেন। এ ঘটনায় ক্ষোভে হতাশা আর অভিমানে শুক্রবার দুপুরের দিকে ওই মাঠে গিয়ে বিষপান করেন রাইহান। মুমূর্ষু অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখে মাঠের লোকজন উদ্ধার করে তাকে বাড়িতে নেন। পরে বাড়ির লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।