ঢাকা: বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বৃহস্পতিবার (১১ মে) রাতে রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন চক্রের মূলহোতা আসাদুর রহমান ওরফে আসাদ (৩২) (ভুয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক), আরমান (৪৪), মো. আওলাদ হোসেন ওরফে দিপু (৫৪), মো. রেজওয়ানুল হক (৪৩), মো. ফিরোজ মোল্লা (৪১) ও মো. জিল্লুর রহমান (৪৩)।
এ সময় তাদের কাছ থেকে অসংখ্য ভুক্তভোগীর পাসপোর্ট ও জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া ভিসা, বিভিন্ন সার্টিফিকেট, মার্কশিট, বিমানের টিকিট এবং বিভিন্ন ধরনের সিলসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
শুক্রবার (১২ মে) সন্ধ্যায় র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালায়। অভিযানে বিদেশে পাঠানোর নামে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের মুলহোতাসহ ছয়জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আসামিরা দেশের বিভিন্ন স্থানের মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নিজেদের হেফাজতে রাখেন। এছাড়াও নগদ টাকা অগ্রিম নিয়ে তাদেরকে ভুয়া ভিসা দেন। এই প্রতারক চক্রে রয়েছে কিছু পেইড এজেন্ট, যারা নিজেরা বিদেশে গিয়ে উপকৃত হয়েছেন বলে ভুক্তভোগীদের আস্থা অর্জন করেন।
র্যাব-৪ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবক ও নিরীহ অসহায় মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন।
আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমএমআই/এসআইএ