ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পীরগাছায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল নারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ১৩, ২০২৩
পীরগাছায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল নারীর

রংপুর: রংপুরের পীরগাছায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরজিনা বেগম (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী ও চার মাসের সন্তান গুরুতর আহত হয়।

শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাছুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজিনা বেগম উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি গ্রামের রনি মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার দুপুরে স্ত্রী ও চার মাসের সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে ব্রাহ্মণীকুণ্ডায় আত্মীয়র বাড়িতে যাচ্ছিল রনি মিয়া। পথেমধ্যে মাছুয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাকেলটিকে ধাক্কা দেয়। একটি ট্রলি(স্থানীয়ভাবে কাকড়া নামে পরিচিত)। এতে ঘটনাস্থলেই স্ত্রী আরজিনা বেগম নিহত এবং রনি ও চারমাসের সন্তান আরাফাত গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করা হয়।

পীরগাছা থানার উপ-পরিদর্শক(এসআই) আনিস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রলি ও চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।