ঢাকা: ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) কার্যনির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক ইসলামি ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের (আইটিএফসির) ‘বৃহত্তর আর্থিক অংশীজন’ পুরস্কারে ভূষিত হয়েছে।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি উন্নয়ন ব্যংকের ২০২৩ সালের বার্ষিক সভায় বাংলাদেশ কার্যনির্বাহী পরিচালক হিসেবে নির্বাচিত হয়। সভায় অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সচিব শরিফা খানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে রিয়াদস্থ বাংলাদেশ মিশন এবং অর্থনৈতিক সর্ম্পক বিভাগের পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শনিবার (১৩ মে) অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
কার্যনির্বাহী পরিচালক পদে বাংলাদেশ ২০২৪ সাল থেকে তিন বছর দায়িত্ব পালন করবে। আইএসডিবির এই কনস্টিটুয়েন্সিতে অন্য সদস্যদের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান ও মালদ্বীপ রয়েছে।
পাকিস্তান এই কনস্টিটুয়েন্সিতে ২০২০ থেকে সাল কার্যনির্বাহী পরিচালকদের একজন হিসেবে দায়িত্ব পালন করছিল এবং পরবর্তী মেয়াদেও দায়িত্ব পালন করতে প্রস্তাব করেছিল। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি ও নিয়মাতান্ত্রিক অবস্থানের কারণে তা ভেস্তে যায়।
সূত্র জানায়, বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা শরিফা খান পাকিস্তানের প্রস্তাবের বিরোধিতা করে এ সংক্রান্ত বিধির ৩১ (৩) উদ্ধৃত করে বলেন, একটি নির্বাচিত সদস্য দেশ তিন বছরের জন্য সেবাদান করবে এবং তারপর আরবি বর্ণমালার ক্রমানুসারে অন্য দেশকে দায়িত্ব দিতে হবে।
শরিফা খানের শক্ত অবস্থানের কারণে বাংলাদেশের পক্ষে মত দেয় বোর্ড। শেষে বাংলাদেশকে আইএসডিবি বোর্ডের কার্যনির্বাহী নির্বাচিত করা হয়।
এ বছরের সভার প্রতিপাদ্য বিষয় ছিল পার্টনারশিপ টু ফিন্ড অফ ক্রাইসিস। বাংলাদেশ প্রতিনিধি দল- নমনীয় ঋণ, প্রযুক্তিগত সহায়তা এবং দক্ষতা বিকাশের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা উন্নয়ন করে আইএসডিবি তার সদস্য দেশগুলির এ সময়কালীন ভৌগোলিক-রাজনৈতিক সঙ্কটের সমাধান করতে পারে মর্মে মতামত ব্যক্ত করে।
বার্ষিক সভার আইএসডিবি গ্রুপের অংগসংগঠন আন্তর্জাতিক ইসলামি ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) পক্ষ থেকে বাংলাদেশকে ‘বৃহত্তর আর্থিক অংশীজন’ পুরস্কার দেওয়া হয়েছে। আইটিএফসির কাছ থেকে নিয়মিত ঋণ গ্রহণ এবং সময়মতো ঋণ পরিশোধের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
জেডএ/এমজেএফ