ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মে ১৩, ২০২৩
৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে রেলসেতুর লাইনের নিচের মাটি সরে যাওয়ার ঘটনায় ৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেললাইন অস্থায়ীভাবে মেরামত করলে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

 

এর আগে দুপুর আড়াইটার দিকে উপজেলার আউলিয়ানগর রেল স্টেশনের কাছাকাছি পাটলী এলাকায় এ ঘটনা ঘটে।  

ময়মনসিংহ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক এতথ‍্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, রেলসেতুর লাইনের নিচের মাটি সরে যাওয়ায় রেললাইন ধসে গেছে -এমন খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ট্রেন চলাচল বন্ধ করি। পরে একটানা ৫ ঘণ্টা চেষ্টা করে অস্থায়ী ভিত্তিতে রেললাইন মেরামত করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।  

নাজমুল হক আরও বলেন, এই রেললাইনটি যেকোনো মুহূর্তে আবারও ধসে যেতে পারে। তাই ধীর গতিতে ট্রেন চালাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।