ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘বৃক্ষ-মানব’ বাজানদার আবার বার্ন ইউনিটে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
‘বৃক্ষ-মানব’ বাজানদার আবার বার্ন ইউনিটে ভর্তি

ঢাকা: বিরল রোগে আক্রান্ত আবুল বাজানদার আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। ২০১৬ সালে তার চিকিৎসা শুরু হয়।

চিকিৎসকরা ধারাবাহিকভাবে তার শরীরে ২৫ বার অস্ত্রোপচার করেন। আবুল বাজানদারের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে শক্তিশালী মেডিকেল বোর্ড গঠন করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তখন তার দুই হাত ও পায়ে গাছের মতো বেড়ে ওঠা শিকড়গুলো কেটে ফেলে দেওয়া হয়।

আবুল বাজানদারের রোগটি আবারও সেই আগের অবস্থা ফিরে গেছে। দুই হাতের কব্জি থেকে আঙুলের উপর পর্যন্ত আবারও শিকড় গজিয়েছে। পাশাপাশি তার দুই পায়েরও একই অবস্থা।

শনিবার (১৩ মে) রাতে আবুল বাজানদার বলেন, আবারও আমাকে চিকিৎসকরা ভর্তি হতে বলেছেন। তাই আজকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছি।

বাজানদার আরও বলেন, ২০১৬ সাল থেকে চিকিৎসকরা ধারাবাহিকভাবে ২৫ বার অস্ত্রোপচার করেন। আমার হাতে ও পায়ে ওঠা গাছের মতো দেখতে শিকড়গুলো ধারাবাহিকভাবে আস্তে আস্তে সব কেটে ফেলে দেওয়া হয়। তারপরে পরিপূর্ণ সুস্থ হলেও আস্তে আস্তে সেগুলি আবার উঠতে থাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, আবুল বাজানদার আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন:
‘বৃক্ষ-মানব’ বাজানদার ফের আগের অবস্থায়

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।