ভোলা: ভোলায় আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে উপকূলের মানুষ।
শনিবার (১৩) সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসব মানুষ আশ্রয় নিচ্ছেন।
ঘূর্ণিঝড় মোখায় তাদের ক্ষতি হতে পারে এমন আতঙ্কে তারা জানমালের নিরাপত্তায় চলে আসছেন আশ্রয়কেন্দ্রে। আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
ধনিয়া এলাকার লাইজু বেগম বলেন, শুনেছি ঝড় হবে, তাই পরিবারের সবাইকে নিয়ে আশ্রয়কেন্দ্রে চলে এসেছি। আমার মতো অনেকেই এসেছেন আশ্রয়কেন্দ্রে।
শারমিন আক্তার বলেন, ঝড় এলেতো আমরা নিজেদের রক্ষা করতে পারবো না। তাই জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে চলে এসেছি।
ধনিয়য়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাত হোসেন কবির বলেন, আমার ইউনিয়নটি নদীর উপকূলে হওয়ায় এখানকার ৪টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
ভোলা জেলা প্রশাসক (ডিসি) তৌফিক ই-লাহী চৌধুরী বলেন, মূর ভূ-খণ্ডের বাইরে থাকা জনগোষ্ঠীসহ উপকূলের মানুষকে নিরাপদে আনতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিনভর প্রচারণার পর মানুষজন আশ্রয়কেন্দ্রে চলে আসছেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসআরএস