ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুর থেকে যুবক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
মোহাম্মদপুর থেকে যুবক নিখোঁজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে মো. মাহাবুব আলম (২৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

রোববার (১৪ মে) বিষয়টি জানান মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম।

সাহিদুল ইসলাম জানান, ১১ এপ্রিল বেলা ১১ টার দিকে মোহাম্মদপুর থানাধীন ২ নম্বর রোডের বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি মাহাবুব আলম।

নিখোঁজ মাহাবুবের বাবার নাম মো. তাজুল ইসলাম। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানায়। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে। নিখোঁজের সময় তার পরনে ছিল প্যান্ট ও শার্ট।


সাহিদুল ইসলাম বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গত ০২ মে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৭) করেছেন তার বড় ভাই মো. লোকমান হোসেন বাবুল।

কোথাও নিখোঁজ মাহাবুবের সন্ধান পেলে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৮৬৫), এসআই সাহিদুল ইসলাম (০১৯৮০-২৮৪৩৪৯) বা ওসির (০১৩২০-০৪০৮৫৮) নাম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মে ১৪, ২০২৩ 
পিএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।