সাতক্ষীরা: সেবা প্রত্যাশীদের হয়রানি ও ঘুষ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মহসিন হোসেনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
রোববার (১৪ মে) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে সরকারি অফিসে সেবা প্রত্যাশীদের হয়রানি ও দুর্নীতির গণশুনানিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরকে এ নির্দেশ দেন তিনি।
দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলার সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হকের উপস্থিতিতে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, খুলনা বিভাগের পরিচালক মো. মঞ্জুর মোরশেদ, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, দুদকের সাতক্ষীরা রেঞ্জের সহকারী পরিচালক তারুণ কান্তি ঘোষ, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলাসহ অনেকে।
গণশুনানিতে ৩৬টি অভিযোগের শুনানি শেষে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এসআই