ঢাকা: বিশ্ব মা দিবস উপলক্ষে ১০ জন গর্ভধারিণী মাকে ‘গরবিনী মা-২০২৩’ সম্মাননা প্রদান করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ১০ মায়ের হাতে সম্মাননা তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রোববার (১৪ মে) দুপুরে রাজধানীর মহাখালী ডিওএইচএস-এর রাওয়া কনভেনশন সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষে ১০ জন মায়ের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা দেওয়ার আগে প্রত্যেক সন্তান তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, মায়ের জন্যই আজ সবকিছু। তাই সবার মায়ের প্রতি আনুগত্য থাকা উচিত। নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকার ভূমিকা রেখে চলেছে। প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেন, কোনো দেশ রোহিঙ্গাদের আশ্রয় দেয়নি। অথচ বিশ্ব মানবতার মা এদের আশ্রয় দিয়ে নজির স্থাপন করেছেন। তাই বিশ্ব মা দিবসে সকল মায়ের মঙ্গল কামনা করছি।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী।
এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার সমাজের প্রতিষ্ঠিত ১০ জন সুনাগরিকের গরবিনী মাকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন—যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের মা ফিরোজা বেগম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ শহীদুল ইসলামের মা রাবেয়া খাতুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ডিআইজি মুনিবুর রহমানের মা সাহেদা রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতিমান কিডনি প্রতিস্থাপন সার্জন ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. কামরুল ইসলামের মা অধ্যাপক রহিমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ আসিফ হোসেন খানের মা রওশন আরা বেগম, দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মার মা চঞ্চলা রানী শর্মা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক, অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক এম এম কামরুল হাসান রওনকের মা সামসুন্নাহার মজুমদার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক ইমরানের মা সেলিনা হক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের মেডিসিন বিভাগের প্রভাষক অদম্য মেধাবী চন্দ্রশেখর চৌহানের মা মিনা চৌহান।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর মায়ের রোগ মুক্তি কামনায় ২০১৪ সাল থেকে এই নান্দনিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। শুরুতে ৫ জন গরবিনী মাকে এই সম্মাননা দেওয়া হয়, যেখানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রয়াত দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ বছর গরবিনী মা সম্মাননা দশম বর্ষে পদার্পণ করেছে।
গরবিনী মা-২০২৩ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সকল মাকে মেটাল ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী দেওয়া হয়। এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল ফ্যাক্টর থ্রি সল্যুশনস।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এসএমএকে/এমজেএফ