ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম লাউচাপড়া গ্রামের আব্দুল কাদের এর ছেলে।

পারিবারিক সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, নিজের পালন করা একটি গরুকে বিদ্যুৎ চালিত মোটরে গোসল করার সময় গরুসহ সাইফুল বিদ্যুৎস্পৃষ্টে হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।