ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে চিকিৎসককে হত্যা: খুনীদের গ্রেপ্তার-ফাঁসির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ১৬, ২০২৩
সোনাগাজীতে চিকিৎসককে হত্যা: খুনীদের গ্রেপ্তার-ফাঁসির দাবি

ফেনী: ফেনীর সোনাগাজীতে হোমিওপ্যাথি চিকিৎসক মিজানুর রহমান হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে পৌর-শহরের জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ মে) সকালে সোনাগাজী সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদরাসা ছাত্র-শিক্ষকের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

 

আল মানার একাডেমীর সহকারি শিক্ষক আবদুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে  বক্তব্য দেন- ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদরাসার সুপার মাওলানা এস এম নুরুন্নবী, সহ-সুপার মাওলানা জাহাঙ্গীর আলম বুলবুল, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সালাহ উদ্দিন চৌধুরী, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. শুকলাল দেবনাথ, এলাকাবাসীর পক্ষে মতিউর রহমান, নিহত মিজানের ভাতিজি নিলুপা আক্তার, ভাতিজা মোবারক হোসেন আরিফ, শ্বশুর অলী উল্লাহ, সমাজ সেবক আবদুল কাইয়ূম নিশান, দুই শিশু সন্তান  সাইফ উদ্দিন (১১) ও সাহিদা ইসলাম অহি (০৯) প্রমুখ।

ব্যানারের সামনে দাঁড়িয়ে পিতার খুনিদের বিচার দাবিতে কান্না শুরু করলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়, শিশুদ্বয় তাদের পিতার খুনীদের গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।  

উল্লেখ্য, মাত্র ৭০ পয়েন্ট জমি নিয়ে বিরোধের জেরে গত ৫ মে মনগাজী বাজারের হোমিওপ্যাথি চিকিৎসক ও ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করে প্রতিপক্ষ ভাড়াটে সন্ত্রাসীরা। এসময় তার তিন ভাইকেও কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় নিহত ডা. মিজানের ভাই আবু তৈয়ব বাদী হয়ে নিজাম উদ্দিন সবুজ, জাকির হোসেন, জসিম উদ্দিন, আজগর হোসেন, মাইন উদ্দিন মামুনসহ ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৮-১০ জনের নামে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে মামলার এজাহার ভুক্ত প্রধান আসামি নিজাম উদ্দিন সবুজ, সমির উদ্দিন, শরীফ উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম বানুসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসএইচডি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।