ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ১৬, ২০২৩
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অভিযানে একটি ড্রেজারও জব্দ করা হয়।


মঙ্গলবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী সিদ্দিকুর রহমান।

তিনি জানান, দুপুরে উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের একটি পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন। }

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আস্কর গ্রামের কালিপদ হালদারের ছেলে অসিম হালদার (৩৫) ও রাজাপুর গ্রামের রবি হালদারের ছেলে শিমুল হালদার (৩০)। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজারটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।