ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

অবশেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত মেহেরপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
অবশেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত মেহেরপুর

মেহেরপুর: টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হয়েছেন মেহেরপুরবাসী। মঙ্গলবার (১৬ মে) বিকেল ৫টায় মেহেরপুরে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে শীতল হাওয়ায় স্বস্তি মিলেছে। এর মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে মেহেরপুরে।

এসময় সড়কে সাধারণ মানুষকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তারা ভিজতে শুরু করেন। যদিও মোখাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই বৃষ্টি হবে বলে জানাচ্ছিল আবহাওয়া অধিদপ্তর।

মেহেরপুর শহরের হালদারপাড়া এলাকার চাকরিজীবী নাইম রহমান বলেন, টানা গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছিল। টানা গরমের পর বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। এতে অনেকটা স্বস্তি পাচ্ছি।

উল্লেখ্য, জেরায় চলতি মে মাসের শুরু থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। বৃষ্টি না থাকায় তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। দিনে দিনে তাপপ্রবাহের মাত্রাও মৃদু থেকে তীব্র হয়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পেয়েছি। পুরো মেহেরপুর জুড়ে আজ (১৬ মে) রাতে বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।