ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
চৌগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোর: যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া খাতুন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৬ মে) উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

 

শিশু সুমাইয়া ওই গ্রামের প্রবাসী আব্দুর রহিমের মেয়ে।

সুমাইয়া মা মিনি বেগম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে তার শ্বাশুড়ি ছাগল নিয়ে মাঠে যায়। এসময় সুমাইয়া তার দাদীর সঙ্গে যায়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায় সুমাইয়ার হাতে থাকা একটি গ্লাস পুকুর পাড়ে থাকতে দেখে সন্দেহ হয়। প্রতিবেশীদের সহযোগীতায় পুকুরের পানিতে নেমে তাকে ডুবে থাকা অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুইমাইয়াকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, মাঠে যাওযার সময় দাদীর চোখের আড়ালে সুমাইয়া পুকুরের পানিতে পড়ে যেতে পারে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুলকার নাইন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।  

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
ইউজি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।