ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মেহেরপুর: মেহেরপুর শহরের হালদারপাড়ায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ সঞ্জিত নামের এক চিহিৃত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) দিনগত রাতে ২টার দিকে সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে হালদার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

 

সঞ্জিত হালদারপাড়ার মৃত দীলিপ বাঁশফোড়ের ছেলে।

সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এলাকার চিহিৃত মাদক কারবারি সঞ্জিত। এলাকার যুব সমাজকে নষ্ট করার মূল হোতা সে।

তার বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার (১৩ মে) সকালের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।