ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ১৭, ২০২৩
সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় উজ্জল নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৭ মে) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ভেওয়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল সদর উপজেলার সীমান্ত বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মাছ ব্যবসায়ী উজ্জলকে নিয়ে সীমান্ত বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জলের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।