ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইএমও মহাসচিব পদে জয়ী হতে কূটনীতিকদের সহায়তা প্রত্যাশা 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
আইএমও মহাসচিব পদে জয়ী হতে কূটনীতিকদের সহায়তা প্রত্যাশা 

ঢাকা: আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে প্রার্থিতার পক্ষে কূটনীতিকদের সহায়তা চাইলো বাংলাদেশ। ঢাকার ২৪ টি দেশের কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

 

বৃহস্পতিবার (১৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নেতৃত্ব দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে নির্বাচন করবে। আইএমওর কাউন্সিলে ৪০ জন সদস্য রয়েছে, তারাই ভোটার। আমাদের প্রার্থী ক্যাপ্টেন মঈন আহমেদ, তিনি খুবই যোগ্য। এর মধ্যে যাদের দূতাবাস বাংলাদেশে রয়েছে। তাদের আজ ডেকেছি, তাদের কাছে ভোট চেয়েছি।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান শাহরিয়ার আলম।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, মালদ্বীপ,  ফিলিপাইন, সুইডেন, মরক্কো, পর্তুগাল, ডেনমার্ক, রাশিয়া, ইতালি, কানাডা,  ফ্রান্সসহ ২৪ দেশের কূটনীতিকরা  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।