জামালপুর: বন্য হাতির আক্রমণ থেকে জালমাল ও ফসল রক্ষায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার সাঁতানীপাড়া ও কামালপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ও শ্রীপুরের বালিয়ামারী এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হক এদিন বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে জানমাল ও ফসল রক্ষায় জামালপুরসহ তিন জেলার ২৬টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আরও জানানো হয়, বৈঠকে বিজিবি ও বিএসএফ এর ক্যাম্প কমান্ডাররা বন্য হাতির আক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের নিয়ে সচেতনতামূলক সভারও আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এফআর