বেনাপোল (যশোর): বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি যুবককে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- গোপালগঞ্জের বুদ্ধিমাত মন্ডলের ছেলে সুমন্ত মন্ডল, নড়াইলের আনসার মোল্লার ছেলে পান্নু মোল্লা, নারায়ণগঞ্জের আব্বাস উদ্দিনের ছেলে সোহেল উদ্দিন, শরীয়তপুরের ইসমাইল হোসেনের ছেলে সাইফুল ইসলাম, খুলনার শুকুর আলির ছেলে ইয়াছিন শেখ, বগুড়ার আমজাদ হোসেনের ছেলে নাজমুল ইসলাম, রাজশাহীর সাজ্জাদ মন্ডলের ছেলে কুরবান আলি, ফরিদপুরের আলমগীরের ছেলে সাইফুল হোসেন, একই এলাকার আলমগীর মোল্লার ছেলে আরিফ মোল্লা ও নরসিংদীর রইস মিয়ার ছেলে সোলায়মান মিয়া।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদের ভারতে পাচার করা হয়। এসময় পাচারকারীরা তাদের ভারতের বিভিন্ন শহরে নিয়ে গিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনী প্রক্রিয়ায় তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে ১০ বাংলাদেশি যুবককে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেছে। পরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, ভারতে পাচার হওয়া ১০ যুবককে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের কাছে হস্তান্তর করেছে।
দেশে ফেরা এসব যুবকদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এনএস