ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারকে ১ বছরের সাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মে ২১, ২০২৩
নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারকে ১ বছরের সাজা

নারায়ণগঞ্জ: জেলা শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোস্তফা মিজানুর রহমান নামে একজন ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করে এক বছরের সাজা দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ মে) দুপুর ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের ৪ নম্বর বঙ্গবন্ধু সড়কের ডিআইটি সুপার ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট সনলোজিস্ট (এমবিবিএস) ডাক্তার (ভুয়া) মোস্তফা মিজানুর রহমানকে আটক করা হয়।

পরে তার কাগজপত্র চ্যালেঞ্জ করলে এমবিবিএস সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এরপর ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম আইন অনুযায়ী তাকে বিনাশ্রম এক বছরের সাজা দেন এবং সুপার ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ম্যাজিস্ট্রেট জানান, শহরের মধ্যে সুপার ডায়াগনস্টিক সেন্টারে কোনো কাগজপত্র যাচাই ছাড়াই আলট্রাসনোগ্রাম বিভাগে একজন অনভিজ্ঞ ভুয়া ব্যক্তিকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। আটক মিজানুর রহমান নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। এদিকে ডায়াগনস্টিক সেন্টার মালিকদের অসহযোগিতা ও ডাক্তার নিয়োগে কোনো কাগজপত্র দেখাতে না পারায় ডায়াগনস্টিক সেন্টারটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।