নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে জাহেদ আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি এমদাদুল হককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ মে) সকাল ৯টার দিকে পৌর শহরের নাজিরপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এমদাদুল হক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। আর নিহত কৃষক জাহেদ একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
নিহত কৃষক জাহেদের পরিবার জানায়, যৌতুকের সালিশ মীমাংসাকে কেন্দ্র করে জাহেদের সঙ্গে আবুল বাশার বাবুল, আব্দুস সালাম ও তার ছেলে এমদাদুলের শত্রুতা তৈরি হয়। এরই জেরে গত ৯ এপ্রিল বিকেলে বেগুনের চারা দেওয়ার কথা বলে আব্দুস ছালামের বাড়িতে জাহেদকে ডেকে আনা হয়। পরে বেগুন খেতে ওই ঘটনায় সালাম ও জাহেদের কথা কাটাকাটি ও তর্ক হয়। একপর্যায়ে বাশার, সালাম ও তার ছেলে এমদাদুল দা দিয়ে জাহেদকে কুপিয়ে হত্যা করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনার পর থেকেই প্রধান আসামি এমদাদুল পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে তার চাচাতো বোন জামাই মাজহারুলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহেদকে হত্যার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসআরএস