ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অর্থাভাবে হচ্ছে না এইচএসসি পরীক্ষার্থী ফাইয়াজের চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মে ২১, ২০২৩
অর্থাভাবে হচ্ছে না এইচএসসি পরীক্ষার্থী ফাইয়াজের চিকিৎসা

ঢাকা: মোটরসাইকেলের দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ফাইয়াজ শিকদার (১৯)। গত এক মাস ধরে ঢাকা মেডিকেলে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি তিনি। অর্থাভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না। এ অবস্থায় তার পরিবার সাহায্য আশা করছে।

ফাইয়াজের বাবা ফারুক শিকদার জানিয়েছেন, গত ২৫ এপ্রিল ফাইয়াজ তার দুই বন্ধু সাইফ ও ইমনের সঙ্গে মোটরসাইকেল চড়ে ঘুরতে বের হন। পথে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এ সময় তারা দুর্ঘটনার কবলে পড়েন ও গুরুতর আহত হন। তিনজনের মধ্যে ফাইয়াজ ও ইমন গুরুতর আহত হন। সাইফ। মাঝে বসায় অপেক্ষাকৃত কম আহত হন।

হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় ইমনের। ফাইয়াজের বর্তমান অবস্থায় সংকটাপন্ন। এক মাস ঢাকা মেডিকেলের (ঢামেক) ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা নেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউ হাসপাতালে রেফার করেন ঢামেকের চিকিৎসকরা। তিনি এখন বিএসএমএমইউ’র ১৪ নম্বর বেডে ভর্তি।

বিএসএমএমইউ’র চিকিৎসক মানহস রায় জানিয়েছেন, তারা ফাইয়াজের এক্সরে ও বিভিন্ন পরীক্ষা করেছেন। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তা ছাড়া বাঁ হাতের হাড় পুরোপুরি ভেঙে গেছে। মাথায় আঘাত পাওয়ায় তার একাধিক চিকিৎসা প্রয়োজন।

ফাইয়াজ ও তার পরিবার গজারিয়া থানার ভবেরচর এলাকার বাসিন্দা। ফাইয়াজের বাবা ফারুক শিকদার একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্বল্প বেতনের কর্মী। ছেলের উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজন। তাই দেশবাসীর কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। ফারুক শিকদার জানিয়েছেন, তিনি তার স্বল্প আয়ে এতদিন ছেলের চিকিৎসা চালিয়েছেন। এখন তারা অসহায়। ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে অসম্ভব।

তিনি বলেন, দুর্ঘটনার পর ফাইয়াজ কয়েকদিন ভালো ছিল। সাড়া শব্দ করত। লাইফ সাপোর্টে নেওয়ার পর গত ১০ দিন ভর্তি আছে। পপুলার-ঢাকা মেডিকেল হাসপাতালে তার চিকিৎসা করাতে গিয়ে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন প্রতিদিন ১৫ হাজার টাকার বেশি খরচ হচ্ছে। ডাক্তার বলেছে জ্ঞান ফিরতে আরও কিছুদিন সময় লাগবে। আমার কাছে আর টাকা নাই। কীভাবে কী করবো বুঝতে পারছি না। পরিচিতদের কাছ থেকে ধার করেছি। এখন আর পারছি না।

চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসা পেলে ফাইয়াজ দ্রুত সুস্থ হবেন। তার বাবা সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। চিকিৎসকরাও মানবিক দিক বিবেচনা করে দেশের বিত্তশালীদের প্রতি ফাইয়াজকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

ফাইয়াজ বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে অধ্যাপক ডা. মানহস কুমার রায়ের অধীনে চিকিৎসাধীন।

ফাইয়াজকে সাহায্য পাঠানোর ঠিকানা- ফারুক শিকদার (বাবা), হিসাব নম্বর- ১১০১০০৪৫৯১৮০১ যমুনা ব্যাংক, নগদ ও বিকাশ নম্বর: ০১৯৩৯৬১৭৫৭৬।
মো. তৌহিদুজ্জামান শিকদার (ভাই) হিসাব নম্বর- ০৭২৩২০৪০০০০০৪৯৯২ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, নগদ ও বিকাশ নাম্বার: ০১৯৪২৫০১৮৭৫।
সামিয়া জামান শিকদার- ০১১২০০৮৪৫৬৪৯১, এক্সিম ব্যাংক নগদ ও বিকাশ নম্বর: ০১৯৮০৯০১৪৬৯।
রোগীর অভিভাবকের সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৯৩৯৬১৭৫৭৬, ০১৯৪২৫০১৮৭৫, ০১৯৮০৯০১৪৬৯।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ২১, ২০২৩
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।