ঢাকা: রাজধানীর মিরপুরে ৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়েজ আলম (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ( ২০ মে) দিনগত রাতে মিরপুর ট্যাকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২১ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি জানান, মিরপুর ট্যাকনিক্যাল মোড় যাত্রীছাউনির সামনে থেকে ফয়েজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে সাভারে তার বাসা থেকে আরও ২ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জানা যায়, ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। এলাকায় সবাই তাকে লবণ ব্যবসায়ী হিসেবেই জানতো। কিন্তু আড়ালে তিনি ইয়াবা বিক্রি করতেন। কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
পুলিশ কর্মকর্তা আরো জানান, ফয়েজ যাত্রীছাউনির নিচে অথবা কোনো পরিবহনে যাত্রীবেসে লক্ষ্য অনুযায়ী ইয়াবা বিক্রি করতেন। মাদকসেবি দেখলে তাদের ইয়াবা বিক্রির প্রস্তাব দেন। সেদিন যাত্রী ছাউনিতে ক্রেতার অপেক্ষায় ছিলেন ফয়েজ। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
আবারো নতুন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ২১, ২০২৩
এজেডএস/ এসএম