ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে পৃথক স্থানে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ২১, ২০২৩
রংপুরে পৃথক স্থানে পানিতে ডুবে ২ জনের মৃত্যু প্রতীকী ছবি

রংপুর: রংপুরের কাউনিয়ায় পৃথক স্থানে পুকুর ও ডোবার পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।  

রোববার (২১ মে) সকালের দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগালি গ্রাম ও ওহারাগাছ ইউনিয়নের পল্লীমারী একতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পল্লীমারী একতা গ্রামের মৃত আনেছ আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৬৫) ও হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আলমগীরের ছেলে নূর হাসান (৫)।  

স্থানীয়রা জানান, একতা গ্রামে বাড়িতে একাই বসবাস করেন রাবেয়া। প্রায়ই তিনি অসুস্থ থাকতেন। রোববার সকালে স্থানীয়রা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন। পরে স্বজনরা রাবেয়ার মরদেহ উদ্ধার করে।  

অন্যদিকে, একই দিন বিকেলে বাহাগালি গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে নূর হাসান। রোববার সকাল ১০টার দিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশে ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, পানিতে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।