ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
দুর্গাপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে জালাল বিশ্বাস (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

রোববার (২১ মে) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জালাল ওই গ্রামের মো. মাতু বিশ্বাসের ছেলে।  

কাকৈরগড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ইউপি সদস্য হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে ওই কৃষক বীজতলায় ধানের বীজ বপনের কাজ করছিলেন এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান,বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।