ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গতিসীমা মেনে চলার দাবিতে রাজধানীতে কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মে ২২, ২০২৩
গতিসীমা মেনে চলার দাবিতে রাজধানীতে কর্মসূচি পালিত

বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে রোববার (২১ মে) একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা ও রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশ রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের সামনের সড়কে গাড়ি চালকদের গতিসীমা মেনে গাড়ি চালানোর বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করে। ওইদিন দুপুর ১২টা থেকে এক ঘণ্টা ছাত্রছাত্রী, অভিভাবক ছাড়াও একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা ও রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশের সদস্যরা তাতে অংশ নেন।

সড়কে ব্যানার এবং প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে এই সচেতনতা কার্যক্রম চালানো হয়। এসময় বক্তারা, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সড়কে গাড়ির গতিসীমা ৩০ কিলোমিটার করার দাবি জানান। দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুলোর প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একক আত্মমানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আবদুল ওয়াহেদ। তিনি কর্মসূচি পালনের পরিপ্রেক্ষিত উল্লেখ করে বলেন, ১৫-২১ মে বিশ্বব্যাপী বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৩ পালিত হচ্ছে। বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৩ এর এ বছরের প্রতিপাদ্য বিষয় রিথিঙ্ক মবিলিটি। সড়কে চলাচলের বিষয়ে যানবাহনের গতির বিষয় নিয়ে বার বার চিন্তা করতে হবে। সে অনুযায়ী যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

অন্যান্য বছরের ন্যায় এবছরও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সপ্তাহটি পালন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশের চেয়ারম্যান নুর নবী শিমু বলেন, চলতি বছর জাতিসংঘ বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ- ২০২৩ পালনে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আমরা এই কর্মসূচি পালন করেছি।

এই কর্মসূচির উদ্দেশ্য হলো- শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকাকে ৩০ কিলোমিটার জোন হিসেবে ঘোষণা করা, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় ৩০ কিলোমিটার গতির সাইন চিহ্ন বসানো ইত্যাদি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহীন, তাহসীন হাওলাদারসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।