ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ বশেফমুবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মে ২২, ২০২৩
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ বশেফমুবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের  মানববন্ধন

জামালপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জড়িত বিএনপি নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার বঙ্গবন্ধু পরিষদ।  

১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

 

সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে একাত্ম ঘোষণা করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান।  

বঙ্গবন্ধু পরিষদ বশেফমুবিপ্রবি শাখার সভাপতি ড. এএইচএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব ইলিয়াছ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড বশেফমুবিপ্রবি শাখার সভাপতি ড. মাহমুদুল আলম, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) ড. সৈয়দ নাজমুল হুদা, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. এনামুল হক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. কাওসার আহমেদ স্বাধীন প্রমুখ বক্তব্য দেন।  

বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে চলেছেন। তাঁর নেতৃত্বেই সঠিক পথে ও অপ্রতিরোধ্য অগ্রগতির দিকে এগিয়ে চলছে লাল-সবুজের বাংলাদেশ। আজ বিশ্ব দরবারে বাংলাদেশ রোল মডেল।  

‘আমরা বিশ্বাস করি শেখ হাসিনা এগোলে বাংলাদেশ এগোবে। শেখ হাসিনাকে হুমকি দেওয়া মানে বাংলাদেশকে হুমকি দেওয়া, দেশের উন্নয়ন থমকে দেওয়ার হুমকি দেওয়া। শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের আমরা রুখে দেব। রাজশাহীর বিএনপি নেতা হুমকি দিয়ে তাদের সীমা লঙ্ঘন করেছেন, আমরা এই সীমা লঙ্ঘনকারীকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। ’

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন। একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।