ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বনাথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ২২, ২০২৩
বিশ্বনাথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

সিলেট: সিলেটের বিশ্বনাথ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুরমান আলী ঝুমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২২ মে) দুপুরে সিলেটের বিশ্বনাথ ও সুনামগঞ্জের জগন্নাথপুর সড়কের জাহারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝুমন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ নোয়াগাঁও গ্রামের মৃত আনফর আলীর ছেলে।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ছোট ভাই কাওছার আহমদের সঙ্গে মোটরসাইকেলে বিশ্বনাথ পৌর শহরে যাচ্ছিলেন ঝুমন। জাহারগাঁও এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পড়ে যান। এতে ঝুমন গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত কাওছার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।