ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ডাকাত সর্দার গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ২৩, ২০২৩
ঝিনাইদহে ডাকাত সর্দার গ্রেপ্তার

ঝিনাইদহ: ঝিনাইদহে ডাকাত সর্দার আলমগীর হোসেন ওরফে ডাকুকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।  

মঙ্গলবার (২৩ মে) সকাল ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে।

তিনি আরও জানান, গত ২১ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি ঝিনাইদহের ঘোড়ামারা ও পবহাটি এলাকায় ডাকাতি হয়। এ ঘটনায় করা মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হলেও মূলহোতা আলমগীর শেখ পলাতক। সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীরের নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০টিরও বেশি মামলা রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।