ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ২৪, ২০২৩
টেকনাফে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিন (২৪ মে) সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক রহমত উল্লাহ মারা যান। তিনি ওই এলাকার মৃত সোনা আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার (২৪ মে) সকালে পানের বরজে কাজ করতে যান রহমত উল্লাহ। বৃষ্টি শুরু হলে পানের বরজ থেকে বাড়ির পথে রওনা দেন। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।  

বাহারছড়া পুলিশ ফাঁড়ির (তদন্তকেন্দ্র) পরিদর্শক মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসবি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।