ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আবজাল হত্যাকাণ্ডে মূলহোতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ২৫, ২০২৩
আবজাল হত্যাকাণ্ডে মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লার ‘আবজাল প্রধান’ হত্যাকাণ্ডের মূলহোতা রাজু প্রধানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

বৃহস্পতিবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

দুপুরে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার আমতলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। রাজু প্রধান (৩৫) ফতুল্লার পশ্চিম দেওভোগের বাংলা বাজার প্রধান বাড়ির রিয়াজ প্রধানের ছেলে।

র‍্যাব জানায়, ভিকটিম আবজাল প্রধান ছিলেন একজন সিমেন্ট ব্যবসায়ী। তার সঙ্গে গ্রেপ্তার আসামি রাজু প্রধানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৬ এপ্রিল আবজাল প্রধান প্রতিদিনের মতো ব্যবসায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দেওভোগ মাদরাসা মার্কেট সংলগ্ন হাসেমবাগ যাওয়ার সময় রাজু প্রধান ও তার সঙ্গে ১৫/১৬ জনের একটি সন্ত্রাসী দল আবজালকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। আসামি রাজু ভিকটিম আবজালকে ধারালো রামদা দিয়ে মাথায় আঘাত করে ও তার সঙ্গীরা এলোপাতারিভাবে কুপিয়ে মারাত্মক আহত ও অঙ্গহানি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আবজালকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হসপিটাল এ নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাজু প্রধান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দুইটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, তিনটি ডাকাতি মামলা ও ১০টি মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের মোট ২৩টি মামলা চলমান।

এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানায় র‍্যাব। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তার আসামিকে ফতুল্লা থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।