ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদালতের বারান্দায় ইউপি সদস্যকে ছুরিকাঘাত   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
আদালতের বারান্দায় ইউপি সদস্যকে ছুরিকাঘাত   

সাতক্ষীরা: সাতক্ষীরায় আদালতের বারান্দায় শুকুর আলী সরদার (৪৫) নামে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করেছেন বাদীপক্ষের লোকজন।  

বৃহস্পতিবার (২৫ মে) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।

আহত শুকুর আলী সরদার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার।

এ ব্যাপারে আহত শুকুর আলী বলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আখেরুল ইসলাম ওরফে আজাহারুল ইসলামের কাছ থেকে আমি ৬৭ শতাংশ জমি কিনেছি। এটা নিয়ে একই এলাকার আবু সাঈদ সোহেলের সঙ্গে বিরোধ রয়েছে আমার। এ বিষয়ে সোহেল একটি মামলা করেন। সেই মামলার নোটিশ পেয়ে সকালে আদালতে হাজির হই। সকালে আমি আদালতের বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ সোহেল এসে আমাকে ছুরিকাঘাত করে। অন্যরা বিষয়টি আদালতকে জানালে পুলিশের সহায়তায় আমাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল হামলাকারী আবু সাঈদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৫, ২০২৩

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।