ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
মাদারীপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির সমাবেশ

মাদারীপুর: মাদারীপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার (২৬ মে) বিকেলে শহরের ইদগা ময়দানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির এ সমাবেশ করে।

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন জাতীয় নেতা জনাব শেখ মুজিবুর রহমান সাহেব যে ছয়দফা ঘোষণা দিয়েছিলেন, বর্তমান আওয়ামী লীগ সেই ছয়দফার প্রথমটি অর্থাৎ নির্বাচিত সরকারে নেই। বাংলাদেশ আজ এক অনির্বাচিত সরকারের কবলে পড়েছে। জাতি এই অনির্বাচিত সরকারের হাত থেকে বাঁচতে চায়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।