ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীর প্রগতি সরণিতে নড়ছে না গাড়ি, দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ২৭, ২০২৩
রাজধানীর প্রগতি সরণিতে নড়ছে না গাড়ি, দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর প্রগতি সরণির রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে যানজটের ফলে কোনো গাড়ি নড়ছে না। ফলে রাস্তার উভয়লেনেই সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।

এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২৭ মে) রাজধানীর মধ্য বাড্ডা লুৎফর টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশের কারণে প্রগতি সরণিতে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  

বিকেলে সাড়ে ৩টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ শুরু হওয়ার আগে থেকে প্রগতি সরণি ধরে রাজপথে আসতে শুরু করে বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের খণ্ড খণ্ড মিছিল।

সড়কে আ.লীগের মিছিল।  ছবি: শাকিল আহমেদ

প্রগতি সরণির রাস্তা থেকে নেতাকর্মীদের বারবার মাইকে সরে যাওয়ার অনুরোধ জানালেও রাস্তায় জটলা না কমায় চলতে পারছে না কোন যানবাহন।  

বাংলাদেশ সময়: ১৬১৬, মে ২৭, ২০২৩

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।