জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের দুই বাসের রেষারেষিতে এক কিশোরীর মৃত্যুর ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (২৮ মে) সাভার হাইওয়ে থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ফটকের সামনে সেলফি পরিবহনের দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনায় সাভার হাইওয়ে থানা পুলিশ বাদী হয়ে দুই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বর্তমানে মামলা তদন্তাধীন। এ ছাড়াও ম্যাজিস্ট্রেটের অনুমতিতে নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
এরআগে, শনিবার (২৭ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে সেলফি পরিবহনের রেষারেষিতে শিলা (১৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হয়।
আরও পড়ুন: সাভারে সেলফি পরিবহনের ২ বাসের রেষারেষিতে কিশোরীর মৃত্যু
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এসআইএ