ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে সড়কের পাশে মিলল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ২৯, ২০২৩
মাদারীপুরে সড়কের পাশে মিলল নারীর মরদেহ ফাইল ফটো

মাদারীপুর: মাদারীপুরে আনুমানিক চল্লিশ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শেখ হাসিনা মহাসড়কের খাগদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

জানা গেছে, শহরের খাগদী এলাকার শেখ হাসিনা মহাসড়কের পাশে ঝোপের ধারে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি হিন্দু কোনো নারীর হবে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্তে কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ২৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।