ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ২৯, ২০২৩
লক্ষ্মীপুরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

লক্ষ্মীপুর: জেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়া ৭০টি চিংড়ি পোনা ধরার বেহুন্দি জাল, ১০টি চরঘেরা জাল এবং ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

সোমবার (২৯ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। পরে মজুচৌধুরীর হাটে কারেন্ট জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং মাছগুলো চারটি এতিমখানায় বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সোমবার জেলা মৎস্য অধিদপ্তর, মজুচৌধুরী হাট নৌ-পুলিশ এবং কোস্ট গার্ডের সম্মিলিত উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহায়তায় জেলার মেঘনা নদীর মজুচৌধুরী হাট ঘাট থেকে কমলনগরের পাটোয়ারী হাট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।